ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৯৪

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ৬ নভেম্বর ২০২৩  
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৯৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৪১৭ জন মারা গেলেন।

সোমবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৯৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৬৭ জন ঢাকার এবং ১ লাখ ৮০ হাজার ১৩১ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ৬৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়