ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

প্রশিক্ষণের বিকল্প নেই: বিএসএমএমইউ উপাচার্য

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ২৩ ডিসেম্বর ২০২৩  
প্রশিক্ষণের বিকল্প নেই: বিএসএমএমইউ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, যেকোনো বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। শুধু প্রশিক্ষণ নিয়ে একা কাজ করলে হবে না। এ প্রশিক্ষণ সংশ্লিষ্ট সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। না হলে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কোনো কাজে আসবে না।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ১০ম তলায় অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ডিভিশন আয়োজিত ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ট্রেনিং প্রোগ্রামের ৩২তম থেকে ৩৬তম ব্যাচের সনদপত্র বিরতণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, মুমূর্ষু রোগীর অতি আপনজন এই ক্রিটিক্যাল কেয়ার বিভাগে কাজ করা নার্সরা। এ ধরনের নার্সরা প্রতিদিন রোগীদের সেবা করে সদকায় জারিয়া অর্জন করছে। এ ক্রিটিক্যাল কেয়ার বা আইসিইউতে কর্মরত নার্সরা কাউন্সিলর হিসেবে কাজ করবে। অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের কারণে গত ৫২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আমরা ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট করতে সমর্থ হয়েছি। এই নার্সরা যদি কাউন্সিলর হিসেবে আন্তরিকতার সাথে কাজ করে, তাহলে আমরা আরও ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট করতে সমর্থ হবো। যারা আন্তরিকতার সাথে ভালো কাজ করবে, অবশ্যই তাদের পুরস্কার দেওয়া হবে।

তিনি আরও বলেন, অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে কর্মরত নার্সরা ঝুঁকি নিয়ে কাজ করেন। তাদের ইনসেনটিভ দেওয়ার বিষয়ে আমার প্রশাসনের সবার সাথে আলাপ করে ইতিবাচক কিছু করার আশ্বাস দিচ্ছি। নার্স, টেকনোলজিস্ট, টেকনিশিয়ানসহ যারা যে বিশেষ বিষয়ে পারদর্শী, তাদেরকে সে কাজেই রাখতে হবে। এ ধরনের কাউকে অন্য কোথাও পদায়ন করা হয়ে থাকলে তাকে পুনরায় তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতালব্ধ কাজেই ফিরিয়ে আনা হবে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. কামরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন, ঢাকার সভাপতি রোটারিয়ান ফেরদৌস আহমেদ। সভাপতিত্ব করেন অ্যানেসথিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান সজীব।

মেয়া/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়