ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা জরুরি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০২৪  
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা জরুরি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, তামাক অত্যন্ত ক্ষতিকর। তামাকজনিত রোগের কারণে প্রতিদিন ৪৪২ জন মানুষ মৃত্যুবরণ করেন। মৃত্যুর এই মিছিল ঠেকাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা একান্ত জরুরি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে প্রতিমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নারী মৈত্রী’র একটি প্রতিনিধিদল। এ সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

সাক্ষাতকালে ‘নারী মৈত্রী’র প্রতিনিধিদল তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের গুরুত্ব ও দাবিগুলো প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।

নারী মৈত্রীর দাবিগুলোর মধ্যে আছে– সব ধরনের পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও গণপরিবহনে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ করা, বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কার্যক্রম নিষিদ্ধ করা, বিড়ি-সিগারেটের সিঙ্গেল স্টিক বা খুচরা শলাকা ও মোড়কবিহীন বিক্রি নিষিদ্ধ করা, ই-সিগারেট ও হিটেড টোব্যাকো প্রোডাক্ট আমদানি ও বিক্রি নিষিদ্ধ করা, সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার বৃদ্ধি ও প্লেন প্যাকেজিংসহ তামাকজাত দ্রব্য মোড়কজাত করার ক্ষেত্রে কঠোর নিয়ম প্রণয়ন করা।

জনস্বাস্থ্যের সুরক্ষা ও জীবন রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার পক্ষে একমত পোষণ করেন জাহিদ ফারুক। প্রতিমন্ত্রী বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার লক্ষ্যে সচেতনতা, পাশাপাশি নারীর স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় নারীর কণ্ঠস্বরকে বলিষ্ঠ করতে সবাইকে একত্র হতে হবে। 

পাশাপাশি তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধিত আইন শক্তিশালী করার দাবিতে পাশে থাকার আশ্বাস দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়