ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৮

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ১২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৪
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৮

ফাইল ফটো

বেশকিছু দিন পর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৯ হাজার ৪৮৪ জন।

দেশে ১১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৪৭ হাজার ৬২০ জন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

দেশে ১১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৩ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০ লাখ ১৪ হাজার ৭৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

ঢাকা/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়