ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

অঙ্গ প্রতিস্থাপন নিয়ে সংসদে ভূমিকা রাখতে চাই: ফেরদৌস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৪ মার্চ ২০২৪   আপডেট: ১৬:৪৯, ৪ মার্চ ২০২৪
অঙ্গ প্রতিস্থাপন নিয়ে সংসদে ভূমিকা রাখতে চাই: ফেরদৌস

ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টের (অঙ্গ প্রতিস্থাপন) সঙ্গে সাধারণ মানুষকে আরও বেশি সংযুক্ত করতে এবং দেশে এর অগ্রগতির বিষয়ে জাতীয় সংসদে উপস্থাপনের মাধ্যমে ভূমিকা রাখতে চান বলে জানিয়েছেন চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। 

তিনি বলেন, সারাহ ইসলামের মাধ্যমে দেশে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে, এটা আমাদের জন্য বড় একটি বিষয়। এই মহৎ কাজটিকে আরও অনেক বেশি ছড়িয়ে দিতে আমি কাজ করতে চাই।

সোমবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমাকে যদি ক্যাডাভেরিক কিডনি ট্রান্সপ্লান্ট সংক্রান্ত সব তথ্য-উপাত্ত দেওয়া হয়, তাহলে আমি এটা নিয়ে সংসদে কথা বলবো। সবার হয়ে সংসদে কাজ করতে পারা অনেক বেশি ভালো লাগার বিষয়।

তিনি বলেন, আমাদের সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হবে। তবে নিজের কোনো অঙ্গ দিয়ে যদি মানুষের মাঝে বেঁচে থাকা যায় তা অনেক বড় পাওয়া। 

ফেরদৌস আরও বলেন, আজকে সব ধর্মের মানুষই কথা বলেছেন। তাদের কথায় বোঝা যে, কোনো ধর্মে যেহেতু দেহদানে বাধা দেয় না, তাই সবাই দিতে পারে এটি। তারপরও একটি দল থাকবে যারা এই বিষয়টাকে বাধা দেবে। এটা সব সময়ই থাকে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ, বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদসহ আরও অনেকে।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আবদুল্লাহ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় মহাদেব, সনাতন ধর্মের শ্রী ধীমান দাস, খৃষ্টান ধর্মের ফাদার আলবার্ট রোজারিওসহ আরও কয়েকজন ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

মেয়া/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়