ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বিএসএমএমইউয়ে রোগীদের ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৫:০৬, ৩ সেপ্টেম্বর ২০২৪
বিএসএমএমইউয়ে রোগীদের ভিড়

চিকিৎসকদের কর্মবিরতির পর কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও (বিএসএমএমইউ) চালু রয়েছে চিকিৎসা সেবা। সকাল থেকেই বহির্বিভাগে রোগী ও তাদের স্বজনদের ভিড় লক্ষ্য করা গেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকেই বিএসএমএমইউর ইনডোর ও আউটডোরে সেবা কার্যক্রম চলছে। রোগী ও তাদের স্বজনদের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর মালিবাগ থেকে মা এবং স্ত্রীকে নিয়ে মিলন এসেছেন বিএসএমএমইউয়ের আউটডোরে। সকাল সাড়ে ৮টায় আসেন তিনি। বিভিন্ন বিভাগে ৩ জনকেই ডাক্তার দেখান। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য স্যাম্পলও দেন। দীর্ঘ লাইনে সব সারলেও কোনো সমস্যায় পড়েননি বলে জানান তিনি।

মিলন বলেন, গতকাল শুনেছি বিভিন্ন হাসপাতালের জরুরি সেবাও বন্ধ ছিল। এ নিয়ে আজকে চিন্তায় ছিলাম। তবে খোঁজ নিয়ে জেনেছি, এই হাসপাতালে সেবা বন্ধ হবে না, তাই এসেছি। জরুরি চিকিৎসা বন্ধ করে দাবি আদায়ের চেষ্টা করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

মাহতাব নামে আরেক রোগী মেডিসিন বিভাগের চিকিৎসকের পরামর্শ নিতে শনির আখড়া থেকে বিএসএমএমইউতে এসেছেন। তিনি বলেন, এখানে সব চিকিৎসাই দিচ্ছে। ডাক্তাররা চেম্বারে রয়েছেন।

দায়িত্বরত হাসপাতালের আউটডোরের চিকিৎসক ডা. জোবাইদা শারমিন জানান, বিএসএমএমইউতে সব ধরনের সেবাই চলছে। কোনো কিছু বন্ধ নেই। আজ অন্যদিনের তুলনায় প্রচুর রোগীও এসেছেন।

/এমএ/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়