ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

এনাম মেডিক্যালের নতুন পরিচালক ডা. মোতাহার হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ৩ সেপ্টেম্বর ২০২৪  
এনাম মেডিক্যালের নতুন পরিচালক ডা. মোতাহার হোসেন

এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. সাকিব চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাসপাতালটির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মোতাহার হোসেন ভূঁইয়া।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. এনামুর রহমানের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডা. সাকিব চৌধুরীকে অব্যাহতি প্রদান বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ২ সেপ্টেম্বর থেকে ডা. সাকিব চৌধুরীকে অব্যাহতি দেওয়া হলো।

নতুন দায়িত্ব প্রদান সংক্রান্ত অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ সেপ্টেম্বর থেকে এনাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোতাহার হোসেন ভূঁইয়াকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে হাসপাতাল পরিচালকের দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হলো।

এমএ/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়