ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪  
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু

তিন দিনের ব্যবধানে আবারও ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ছয় জন। এর আগে ১৮ সেপ্টেম্বর প্রথম বছরের সর্বোচ্চ ছয় মৃত্যুর রেকর্ড হয়। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বার্তায় এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেল ১৩১ জনের।

মারা যাওয়া ছয় জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে দুজন করে চার জন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে ভর্তি ছিলেন। তাদের মধ্যে তিন জন নারী ও তিনজন পুরুষ।
এছাড়া, ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৯২৬ জন। এ মাসের গত ২২ দিনে ভর্তি হয়েছে ১১ হাজার ১৯৩ জন। এই সংখ্যা গত মাসের চেয়ে প্রায় দ্বিগুণ। গত আগস্টে রোগী ছিল ৬ হাজার ৫২১ জন। এ বছর মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৪ জন।

এমএ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়