বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম গঠন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আহবায়ক ও সদস্য সচিব
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন ড. মির্জা মো. আসাদুজ্জামান রতন (গাইনি) এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন ডা. মোহাম্মদ আল আমিন (ইউরোলজি)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক ডা. মো. শামসুল আরেফিন (অ্যানেসথেশিয়া), ডা. মো. বশির উদ্দীন (নিউরো সার্জারি), ডা. মো. নূর মোহাম্মদ শরীফ অভি (সার্জারি), ডা. মো. ইকবাল হোসাইন (গ্যাস্ট্রোএন্টারোলজি), ডা. মো. কায়সার ইয়ামিদ ইষাদ (শিশু সার্জারি), ডা. মো. খায়রুল ইসলাম (মেডিসিন) এবং ডা. মো. আশরাফুল আলম সুমন (কার্ডিওলজি)।
এ ছাড়া কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন ডা. মোহাম্মদ সাফায়াত কামাল (মেডিসিন)।
উল্লেখ্য, ক্যাডার বৈষম্যের কারণে দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মকর্তা বিশেষজ্ঞ চিকিৎসকরা। আর তাই এ বৈষম্য নিরসন ও পদোন্নতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে এই ফোরাম গঠন করা হয়েছে।
ঢাকা/হাসান/টিপু