ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইসিডিডিআর-বিতে চালু হচ্ছে ক্যানসার নির্ণয় সেবা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২৪ এপ্রিল ২০২৫   আপডেট: ১১:২৭, ২৪ এপ্রিল ২০২৫
আইসিডিডিআর-বিতে চালু হচ্ছে ক্যানসার নির্ণয় সেবা

আইসিডিডিআর বি ডায়াগনস্টিক সেন্টার ও বুথে নমুনা সংগ্রহ করা হবে

দেশে শুরু হচ্ছে অত্যাধুনিক নেক্সট-জেনারেশন সিকোয়েন্সিং (এনজিএস)-ভিত্তিক ক্যানসার নির্ণয় সেবা।

বুধবার (২৩ এপ্রিল) আইসিডিডিআর বি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে সঠিক ও সহজলভ্য ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে নিঃসন্দেহে এটি একটি বড় অগ্রগতি। দেশের ক্যানসার বিশেষজ্ঞদের দীর্ঘদিনের চাহিদা ছিল বিদেশে না পাঠিয়ে দেশেই যেন অত্যাধুনিক নির্ভরযোগ্য জিনোম সিকোয়েন্সিং-ভিত্তিক ক্যানসার পরীক্ষা চালু করা সম্ভব হয়। বর্তমানে অনেক রোগীকে ক্যানসার পরীক্ষার জন্য বিদেশে নমুনা পাঠাতে হয় ও রিপোর্টের জন্য ৪-৫ সপ্তাহ অপেক্ষা করতে হয়, যা অত্যন্ত সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। আবার অনেক ক্ষেত্রে ফলাফলও নির্ভরযোগ্য হয় না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে- দুই সপ্তাহের মধ্যেই মানসম্পন্ন রিপোর্ট প্রদানের মাধ্যমে ব্যক্তিভিত্তিক চিকিৎসা ব্যবস্থাপনায় চিকিৎসকদের সহায়তা করবে। রিপোর্টে ক্যানসার আক্রান্তদের চিকিৎসায় সম্ভাব্য কার্যকর চিকিৎসা পদ্ধতির নির্দেশনাও যুক্ত থাকবে।

আইসিডিডিআর বি’র সংক্রামক রোগ বিভাগের সিনিয়র বিজ্ঞানী ও ভারপ্রাপ্ত সিনিয়র পরিচালক ড. মো. মুস্তাফিজুর রহমান বলেন, “আমরা বাংলাদেশে নির্ভুল ও সহজলভ্য ক্যানসার নির্ণয়ের লক্ষ্যে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছি। আমাদের প্রতিশ্রুতি হলো ক্যানসার বিশেষজ্ঞ ও রোগীদের জন্য সময়োপযোগী ও নির্ভরযোগ্য ফলাফল প্রদান করা, যা ক্যানসার চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের এক গবেষণায় দেখা গেছে, দেশে প্রতি লাখে ১০০ জনেরও বেশি ক্যানসারে আক্রান্ত। বিলম্বে নির্ণয় রোগীকে ঝুঁকিতে ফেলে। শুরুতে নির্ণয় হলে সুস্থ হওবার সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে তোলে।

আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর মহাখালী, মিরপুর, মতিঝিল, ধানমন্ডি, উত্তরা, নিকেতন, গুলশান এবং বারিধারায় অবস্থিত আইসিডিডিআর বি ডায়াগনস্টিক সেন্টার ও বুথে নমুনা সংগ্রহ করা হবে।

এ সম্পর্কিত তথ্যের জন্য ([email protected]) ই-মেইলে, বা (+৮৮০) ১৭১৩২৮৮০৮৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

ঢাকা/হাসান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়