ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন

তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১৫ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে চতুর্থ উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে দুপুর ২ পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলার ২০টি আসনের মধ্যে ১৬টিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার আটটি আসনের তিনটি ও বালিয়াডাঙ্গির একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন।

 

ঠাকুরগাঁও সদর উপজেলার ১-আসনের বিজয়ী প্রার্থী হলেন হুসনেয়ারা হক, ৩-আসনের বিজয়ী প্রার্থী হলেন রুবি আক্তার, ৪-আসনের বিজয়ী প্রার্থী হলেন রেহেনা বেগম, ৫-আসনের বিজয়ী প্রার্থী হলেন খুকি রানী এবং ৬-আসনের বিজয়ী প্রার্থী হলেন জবেদা বেগম। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী প্রার্থীরা হলেন, ২-আসনের বিজয়ী শেফালী বেগম, ৭-আসনের বিজয়ী প্রার্থী হলেন অনিতা রায় এবং ৮-আসনের বিজয়ী প্রার্থী দ্রৌপদী দেবী আগরওয়ালা।

 

বালিয়াডাঙ্গি উপজেলার তিনটির মধ্যে দুটি আসনে নির্বাচন হয়েছে। একটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ১-আসনের হোসনেয়ারা বেগম। ২-আসনের বিজয়ী প্রার্থী মালেকা বেগম এবং ৩-আসনের বিজয়ী প্রার্থী সফুরা বেগম।

 

পীরগঞ্জ উপজেলার চারটি আসনের বিজয়ী প্রার্থীরা হলেন, ১-আসনের বিজয়ী প্রার্থী সেলিনা পারভীন, ২-আসনের বিজয়ী প্রার্থী সাহেবা বেগম, ৩-আসনের বিজয়ী প্রার্থী বাচ্চু রানী এবং ৪-আসনের বিজয়ী প্রার্থী নুরজাহান বেগম।

 

রানীশংকৈল উপজেলার তিনটি আসনের বিজয়ী প্রার্থীরা হলেন, ১-আসনের বিজয়ী প্রার্থী সেরিনা আকতার সেলিনা, ২-আসনের বিজয়ী প্রার্থী শামসুন নেহার এবং ৩-আসনের বিজয়ী প্রার্থী মনোয়ারা বেগম।

 

হরিপুর উপজেলা দুটি আসনের বিজয়ী প্রার্থীদেরা হলেন, ১-আসনের বিজয়ী প্রার্থী নাজমা পারভীন এবং ২-আসনের বিজয়ী প্রার্থী অমেলা খাতুন।

 

জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেন, ‘জেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৬টি আসনে বিজয়ী প্রার্থীদের বেসরকারিভাবে নাম ঘোষণা করা হয়েছে।’

 

 

 

 

রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১৫ জুন ২০১৫/তানু/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়