ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোনায় ছয়জনের যাবজ্জীবন

ইকবাল হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ১৫ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেত্রকোনায় ছয়জনের যাবজ্জীবন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলীপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে কৃষক খোকন মিয়াকে (৩২) হত্যার অভিযোগে মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- তেলীপাড়া গ্রামের মৃত রজব আলী ওরফে হাছু মিয়ার দুই ছেলে আবদুস ছাত্তার ও লাল মিয়া, মৃত হাদিছ মিয়ার ছেলে সাইফুল ইসলাম, সাহেব আলীর তিন ছেলে বাবুল মিয়া, সুরুজ মিয়া ও হাবিবুর রহমান। খালাসপ্রাপ্তরা হচ্ছেন- বৃদ্ধ সাহেব আলী, নূরেছা খাতুন ও মনোয়ারা খাতুন।

আদালত সূত্রে জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুরের তেলীপাড়া গ্রামের ছাত্তার মিয়ার ছেলে খোকন মিয়ার সঙ্গে একই গ্রামের হাছু মিয়ার ছেলে লাল মিয়ার জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে ২০০৭ সালের ৭ আগস্ট সকালে নিজ জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করার সময় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে নৃসংশভাবে কুপিয়ে খোকন মিয়াকে মারাত্মক জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান।

এ ব্যাপারে নিহতের চাচা মো. আবদুল জলিল বাদী হয়ে ওই দিনই নয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৮ সালের ৩ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিচারক ছয় আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং মামলার অপর তিন আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সাইফুল আলম প্রদীপ এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সুভাষ বনিক অজয়।

 

 



রাইজিংবিডি/নেত্রকোনা/১৫ জুন ২০১৫/ইকবাল হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়