নেত্রকোনায় বজ্রপাতে শিশুসহ ৩ জনের মৃত্যু, আহত ৬
ইকবাল হাসান || রাইজিংবিডি.কম
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুই গ্রামে আজ সোমবার বিকেলে পৃথক বজ্রপাতের ঘটনায় একই পরিবারের দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছে-গোবিন্দপুর গ্রামের সরাফত আলী (৪৫), উপজেলার হাছনাগাঁও গ্রামের কালা মিয়ার মেয়ে ঝুমা আক্তার (১১) এবং একই বাড়ির ইব্রাহিম মিয়ার মেয়ে মার্জিনা আক্তার (১০)।
এ ছাড়া আহত হয়েছে আরো ছয়জন। গুরুতর আহত হাছনগাঁও গ্রামের মানিক মিয়ার স্ত্রী কল্পনা আক্তার (৩০), কালা মিয়ার স্ত্রী হাফিজা খাতুন (৩৫) এবং কালা মিয়ার অপর দুই মেয়ে সোমা আক্তার (১৩) ও রোকসানা আক্তারকে (৪) কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ভবানীপুর গ্রামের বন্যা আক্তারকে ময়মসনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলমাকান্দার রংছাতি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল জানান, সোমবার বিকেল ৩টার দিকে হাছনাগাঁও গ্রামের কালা মিয়ার ঘরের ওপর আকস্মিক বজ্রপাত হলে তার মেয়ে ঝুমা আক্তার এবং একই বাড়ির ইব্রাহিম মিয়ার মেয়ে মার্জিনা ঘটনাস্থলেই মারা যায়।
এ ছাড়া এ সময় ওই ঘরে থাকা দুই শিশুসহ আরো চারজন গুরুতর আহত হয়।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বশির আহমেদ জানান, বজ্রপাতে এক কৃষকসহ তিনজন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
রাইাজংবিডি/নেত্রকোনা/২৫ মে ২০১৫/ইকবাল হাসান/রিশিত
রাইজিংবিডি.কম