ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পরীক্ষায় ব্লাড ক্যান্সারের ছাত্রের ৯৬% ফুসফুসের রোগীর ৯১% নম্বর

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ৯ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরীক্ষায় ব্লাড ক্যান্সারের ছাত্রের ৯৬% ফুসফুসের রোগীর ৯১% নম্বর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছাত্র রাঘব চানদাক আইএসসি পরীক্ষায় শতকরা ৯৫ দশমিক ৮ শতাংশ নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। একইভাবে ফুসফুসের জটিল রোগে আক্রান্ত দিগন্ত চক্রবর্তী ৯১ শতাংশ নম্বর পেয়ে বিস্মিত করছেন সবাইকে।

 

১৮ বছর বয়সি রাঘব চানদাক কোলকাতার হেরিটেজ স্কুলের ছাত্র। গত বছর জানতে ব্লাড ক্যান্সার টি-সেল লিম্ফোমায় আক্রান্তের বিষয়টি সে জানতে পারে।কেমোথেরাপির কারণে ছয় মাস স্কুলেই যেতে পারেন নি রাঘব।

 

তার ব্যবসায়ী বাবা মনোজ বলেন, নিয়মিত ক্লাস করতে পারলে ওর ফল আরো ভাল হতো। তবে ক্যান্সার যেন রাঘবের স্নায়ুকে ইস্পাতে রূপান্তরিত করেছে। একদিকে রোগের সঙ্গে সে লড়ছে অন্যদিকে পড়ালেখায় গভীর মনোযোগ দিয়েছে বলে জানান তিনি।

 

কোলকাতার ডিপিএস নিউ টাউনের বাসিন্দা দিগন্ত ধুঁকছে জটিল শ্বাসকষ্টে। ফুসফুসের ফুটো দিয়ে ছড়িয়ে পড়া বাতাস বের করে আনা হচ্ছে নল দিয়ে। এ অবস্থাতেই মনোযোগ দিয়ে জটিল ক্যালকুলাস সমাধান করছেন দিগন্ত। জীববিজ্ঞান ওগণিত পরীক্ষা তাকে দিতে হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে। দু’জনেই মনে করেন, রোগের সঙ্গে লড়তে না হলে পরীক্ষার ফল আরো অনেক ভাল হতো।

 

রাঘব ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। দিগন্ত পড়তে চাইছেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ মে ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ