ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ফ্লাইট বিপর্যয়ের মুখে এয়ার ইন্ডিয়া

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৮, ২৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্লাইট বিপর্যয়ের মুখে এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়েছে ভারতের পতাকাবাহী বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এসআইটিএ সার্ভারের সমস্যার কারণে শনিবার সকাল থেকে ভারতসহ বিশ্বজুড়ে ব্যাহত হচ্ছে সংস্থাটির পরিষেবা।

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি  জানিয়েছেন, শনিবার ভোররাত ৩টা থেকে সার্ভারে সমস্যা দেখো দেয়। এর ফলে বিশ্বজুড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীদের বোর্ডিং পাস দেওয়া বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, ‘এটা প্রযুক্তিগত সমস্যা, দ্রুত এটি ঠিক করা হচ্ছে।’

যাত্রীরা বোর্ডিং পাস পেতে দেরি হওয়ায় অভিযোগ জানাতে শুরু করলে কয়েক ঘন্টা পর টুইটারে দেওয়া বার্তায় এয়ার ইন্ডিয়া বলেছে, ‘আমাদের সার্ভার ব্যবস্থা ভেঙ্গে পড়ায় বিশ্বজুড়ে কিছু ফ্লাইটে তার প্রভাব পড়েছে। সার্ভার ঠিক করার জন্য দ্রুত কাজ  চলছে। যাত্রীদের অনাকাঙ্খিত সমস্যার কারণে আমরা দুঃখিত।’

টুইটারে এক ব্যবহারকারী লিখেছেন, ‘ভারতজুড়ে এসআইটিএ সার্ভার ব্যবস্থা ভেঙ্গে পড়ায় মুম্বাই বিমানবন্দরে অন্তত দুই হাজার যাত্রী অপেক্ষমান আছে।’

এর আগে গত বছরের ২৩ জুন বিমান সংস্থাটির সফটওয়্যারে সমস্যার কারণে একই ধরণের পরিস্থিতির উদ্ভব হয়েছিল। ওই সময় ভারতজুড়ে ২৫টি ফ্লাইট বিলম্বিত হয়েছিল।



রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ