ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইয়েমেনের হুদায়দাহ থেকে সরে যাচ্ছে হুতিরা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইয়েমেনের হুদায়দাহ থেকে সরে যাচ্ছে হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুদায়দাহ বন্দর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সেনা প্রত্যাহার করে নিতে যাচ্ছে। গত বছরের ডিসেম্বরে অস্ত্রবিরতি চুক্তির পর হুতি বিদ্রোহীদের এটাই প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অস্ত্রবিরতি চুক্তিতে হুতি ও সরকার উভয় পক্ষই মানবিক ত্রাণ সুবিধা পৌঁছানোর জন্য সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে সম্মত হয়েছিল। শেষ পর্যন্ত শনিবার থেকে হুতিরা সেনা প্রত্যাহার শুরু করেছে। ধারণা করা হচ্ছে হুদায়দাহ ছাড়তে হুতিদের চার দিনের মতো সময় লাগবে।

জাতিসংঘের হিসেবে, গত চার বছর ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধে অন্তত ছয় হাজার ৮০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া যুদ্ধে আহত হয়েছে প্রায় ১০ হাজার ৭০০ মানুষ। এর বাইরে কয়েক হাজার মানুষ মারা গেছে অপুষ্টি, রোগ ও দুর্বল স্বাস্থ্যের কারণে।

ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত  মার্টিন গ্রিফিথস হুতিদের এই সেনা প্রত্যাহারের বিষয়টিকে ‘প্রথম পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ‘ইয়েমেন সরকার শেষ পর্যন্ত এতে সন্তুষ্ট হবে তা আমাদেরকে এখনে নিশ্চিত করতে হবে। আমি আশাবাদী। তবে এটা একটি ভঙ্গুর তরী।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়