ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

উনের সঙ্গে হাত মেলাতে চান ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ২৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উনের সঙ্গে হাত মেলাতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে হাত মেলাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইটবার্তায় তিনি এ আকাঙ্খা প্রকাশ করেছেন।

গত বছর সিঙ্গাপুরে ট্রাম্প ও কিম প্রথমবারের মতো বৈঠকে বসেছিলেন। এর রেশ ধরেই গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে দুজনের মধ্যে ফের বৈঠক হয়। তবে ওই বৈঠকে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ ও  মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতবিরোধ হলে সম্মেলন ব্যর্থ হয়। এরপর একাধিকবার ট্রাম্প উত্তর কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে বৈঠকে বসার আকাঙ্খা প্রকাশ করেছেন।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপান সফর করছেন ট্রাম্প। বৈঠক শেষে ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফর করার রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে সুরক্ষিত অসামরিক এলাকায় কিমের সঙ্গে দেখা করতে চান।

টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, তিনি দক্ষিণ কোরিয়া সফরের সময় উনের সঙ্গে হাত মেলাতে চান এবং তাকে হ্যালো বলতে চান।

তিনি জানিয়েছেন, এই সাক্ষাৎ হতে পারে ‘দুই মিনিটের জন্য।’

উত্তর কোরিয়া এর প্রতিক্রিয়ায় বলেছে, এটা বেশ ‘আকর্ষনীয় পরামর্শ।’


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়