ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

ফ্রান্সে দাবানল নেভাতে ৭০০ কর্মী

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রান্সে দাবানল নেভাতে ৭০০ কর্মী

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দক্ষিণের বিস্তৃত অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। শনিবার দাবানল নিয়ন্ত্রণে কাজ করেছে অগ্নিনির্বাপন বাহিনীর সাত শতাধিক কর্মী এবং ১০ টি হেলিকপ্টার।

এদিকে শনিবার ইউরোপের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। তীব্র গরমে ইতালিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

ফ্রান্সের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, গার্দ অঞ্চলে শুক্রবার তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। ওই অঞ্চলের প্রায় ৬০০ হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে । এছাড়া বেশ কিছু বাড়ি ও যানবাহন পুড়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণের জন্য সাত শতাধিক কর্মী এবং ১০ টি হেলিকপ্টার ওই এলাকায় পাঠানো হয়েছে। আগুন নেভাতে যেয়ে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

ফরাসি গণমাধ্যম জানিয়েছে, গার্দের একটি গ্রামে আগুনের সূত্রপাতের জন্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  শনিবারই চরম তাপমাত্রা নেমে যাবে বলে আশা করা হচ্ছে। তবে এরপরও তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, ২০১৯ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর হতে যাচ্ছে। ২০১৫-১৯ সাল হবে উষ্ণতম পাঁচ বছর।


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়