ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আইসল্যান্ডবাসী ‘মুর্খ বরফখেকো’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ১৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইসল্যান্ডবাসী ‘মুর্খ বরফখেকো’

আন্তর্জাতিক ডেস্ক : আইসল্যান্ডবাসীকে ‘মুর্খ বরফখেকো’ বলেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। গত সপ্তাহে আইসল্যান্ড জাতিংঘে ফিলিপাইনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দাবি করেছিল। এর পরিপ্রেক্ষিতে দুতের্তে এ মন্তব্য করেছেন।

মাদক সমস্যা নির্মূলে রদ্রিগো দুতের্তে ২০১৬ সালে ক্ষমতায় আসার পর ব্যাপক অভিযান শুরুর নির্দেশ দেন। এসব অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবীদের সরাসরি হত্যার নির্দেশ ছিল। ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখেও এই অবস্থান থেকে সরে আসেন নি দুতের্তে।

শুক্রবার কুইজোন শহরে কারা কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় দুতের্তে বলেন, ‘আইসল্যান্ডের সমস্যাটা কী? স্রেফ বরফ। এটাই আপনাদের সমস্যা। সেখানে প্রচুর বরফ রয়েছে এবং রাত-দিন স্পষ্ট করে বোঝা যায় না। এ কারণে আপনারা বুঝতে পারবেন কেন সেখানে অপরাধ হয় না, পুলিশও নেই এবং তারা স্রেফ বরফ খেতে যায়। এটা বেওকুফি...তারা ফিলিপাইনের সামাজিক,রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা বুঝবে না।’

মানবাধিকার কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি মানবাধিকারের লোকজনের কাছে জানতে চাই, আপনারা যদি আমার দেশ ধ্বংস করেন আর আমি যদি বলি, আপনাদের আমি হত্যা করব তাহলে এটা কি ভুল হবে? জনসম্মুখে একজন প্রেসিডেন্ট,মেয়র অথবা একজন গভর্নরের এটা বলা কি অপরাধ?’


রাইজিংবিডি/ঢাকা/১৩ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়