ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

আসামে ৩ জেএমবি সদস্য গ্রেপ্তার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসামে ৩ জেএমবি সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে ভারতের আসাম রাজ্যের বারপিতা জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে ডেকান ক্রনিকাল এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, হাফিজুর রহমান, ইয়াকুব আলি ও শরীফুল ইসলাম।

আসাম পুলিশ জানিয়েছে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ওই এলাকায় নজরদারি বাড়ানো হলে তিন জন পুলিশের হাতে গ্রেপ্তার হয়।

বারপিতার পুলিশ সুপার রবিন কুমার বলেন, ‘ওই এলাকায় অভিযান চালানোর জন্য আমরা একটি দল গঠন করি। বারপিতায় জেএমবি জঙ্গিরা লুকিয়ে আছে খবর পাওয়ার পর নজরদারি বাড়ানো হয় এবং পুলিশকে অতিরিক্ত সতর্কতায় রাখা হয়।’

তিনি জানান, হাফিজুরের কাছ থেকে একটি দেশীয় রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, বুরদোয়ান বিস্ফোরণে নিহত শাকিল আহমেদ ২০১৪ সালে এই তিন জঙ্গিকে প্রশিক্ষণ দিয়েছিলেন।

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়