ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হংকংয়ে বিমানবন্দরে কড়াকড়ি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪০, ৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হংকংয়ে বিমানবন্দরে কড়াকড়ি

আন্তর্জাতিক ডেস্ক : বিক্ষোভকারীরা বিমানবন্দরে পর্যটকদের হংকংয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য দেওয়ার ঘোষণার পর সেখানে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। ভ্রমণসংক্রান্ত কাগজসহ যেসব যাত্রী হংকং থেকে বিদায় নেবেন স্রেফ তাদেরকেই বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছে কর্তৃপক্ষ।

গত জুনে অপরাধী প্রত্যর্পন বিল বাতিলের দাবিতে গণতন্ত্রপন্থীরা আন্দোলন শুরু করে। দাবির মুখে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বিলটিকে ‘মৃত’ ঘোষণা করেন। তবে তিনি এটি বাতিল করেন নি। এর পরই ল্যামের পদত্যাগ, জাতীয় নির্বাচনসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলনে নামে গণতন্ত্রপন্থীরা। এখন তারা ল্যামের পদত্যাগ, জাতীয় নির্বাচনসহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্দোলনকারীরা শুক্রবার বিকেলে বিমানবন্দরে অবস্থান নেওয়ার পরিকল্পনা করেছে। এছাড়া শহরজুড়ে রোববার আরো বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, ‘যাত্রীদের বর্হিগমন প্রক্রিয়া এবং বিমানবন্দরের কার্যক্রম সহজীকরণে পরবর্তী ২৪ ঘন্টায় কেবল বিমান টিকেট অথবা বোর্ডিং পাস ও বৈধ ভ্রমণ কাগজপত্রসহ যাত্রীরা এবং পরিচয়ের প্রমাণসহ কর্মচারীদের বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হবে।’

এদিকে, ২০১৪ সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমনের দায়িত্বে থাকা প্রাক্তন পুলিশ কর্মকর্তাকে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন পুলিশ উপ-কমিশনার অ্যালান লাউ ইপ-শিংকে নিয়োগ দেওয়ায় এটাই প্রতীয়মান হচ্ছে যে,পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান পুলিশ নেতৃত্বের ওপর আস্থা রাখতে পারছে না সরকার।

 

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়