ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পি চিদম্বরমকে আদালতে হাজির করা হবে আজ

হাকিম মাহি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৭, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পি চিদম্বরমকে আদালতে হাজির করা হবে আজ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কংগ্রেস নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেপ্তার করেছে সিবিআই। চিদম্বরমকে আইএনএক্স মিডিয়া দুর্নীতি এবং মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বুধবার স্থানীয় সময় রাত ৯টায় জোড়বাগের নিজ বাড়ি থেকে তাকে আটক করেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বুধবার সারা রাত জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার চিদম্বরমকে আদালতে পেশ করে ১৪ দিন হেফাজতে রাখার আবেদন করা হবে।

এদিকে চিদম্বরম গ্রেপ্তারের আগে সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার নামে বা আমার পরিবারের নামে কোনো অভিযোগ নেই। এমনকি, আমার নামে আদালতে কোনো চার্জশিট জমা দেয়নি সিবিআই-ইডি।’

বাবার গ্রেপ্তারের পর ছেলে কার্তি চিদম্বরম সাংবাদিকদের বলেন, ‘সিবিআই সরকারের হাতের পুতুল। আমি ১২ দিন সিবিআই হেফাজতে ছিলাম। কিন্তু আমার বিরদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি তারা। কোনো এক জন অফিসারের সৎ সাহস নেই এ কথা বলার যে ওই মামলায় কোনো প্রমাণ আছে। কিছু লোককে খুশি করতেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে।’

 

রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ