ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আমাজনের আগুন : সহায়তা নিতে বোলসোনারোর ওপর চাপ বাড়ছে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমাজনের আগুন : সহায়তা নিতে বোলসোনারোর ওপর চাপ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক : আগুন নেভাতে বিদেশি অর্থ সহায়তা নিতে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ওপর চাপ বাড়ছে। আগুনের প্রভাব ছড়িয়ে পড়া ব্রাজিলের নয়টি রাজ্যের গভর্নর বোলসোনারোকে অনুরোধ করেছেন বলে বুধবার বিবিসি জানিয়েছে।

মারানহো রাজ্যের গভর্নর ফ্লাভিও দিনো জানিয়েছেন, তিনি ও অন্যান্য রাজ্যের গভর্নররা বোলসোনারোকে বলেছেন ‘অর্থ প্রত্যাখ্যান করার সময় এখন নয়।’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মন্তব্যের জের ধরে জি-৭ দেশগুলোর দুই কোটি ২০ লাখ মার্কিন ডলার সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তবে মঙ্গলবার রাতে বোলসোনারোর সঙ্গে গভর্নরদের বৈঠকের পর সরকার তার অবস্থান পরিবর্তন করেছে।

প্রেসিডেন্টের মুখপাত্র রিগো বারোস বলেছেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্রাজিল সরকার উন্মুক্ত’।

তবে বারোস দাবি করেছেন, এই সহায়তার ওপর ব্রাজিলের জনগণের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকতে হবে।

এ ব্যাপারে অবশ্য ফরাসি সরকার কিংবা জি-৭ ভুক্ত দেশগুলোর কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায় নি।


রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়