ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাক অধিকৃত কাশ্মীর দখল করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাক অধিকৃত কাশ্মীর দখল করবে ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের অংশ। একদিন ভারত এর নিয়ন্ত্রণ নেবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

১৯৪৭ সালে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়। ওই সময় কাশ্মীরের পশ্চিমাংশ দখল করে পাকিস্তান, যাকে ভারত এখন পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে বলে। আর পাকিস্তান এই অংশকে বলে আজাদ কাশ্মীর

জয়শঙ্কর বলেন, ‘পিওকেতে (পাক অধিকৃত কাশ্মীর) আমাদের অবস্থান আছে, সবসময় ছিল এবং সবসময় স্পষ্টভাবেই থাকবে। পিওকে ভারতের অংশ এবং আমরা আশা করি একদিন এটি আমাদের আয়ত্বে আসবে-বাস্তব আয়ত্বে।

জাতিসংঘের অধিবেশনের ফাঁকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে সম্পর্কের জলবায়ুর দিকে দেখুন এবং এর মধ্যেই আপনারা আপনাদের উত্তর খুঁজে পাবেন।’

কাশ্মীর নিয়ে বিদেশি সংবাদমাধ্যমের  আলোচনা প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জম্মু ও কাশ্মীর নিয়ে মানুষ কী বলছে, তা নিয়ে উদ্বিগ্ন হবেন না। ১৯৭২ থেকেই ভারতের অবস্থান পরিষ্কার। আমার ক্ষেত্রে, আমার অবস্থান থাকবে। মার্কিন কংগ্রেসের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। তারা অনেক কিছু বলে, কারণ, মানুষ বিশেষ সদস্যদের কাছে যায় এবং যা বলার প্রয়োজন, সেটাই বলে।’

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়