ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

চীনে ড্রোনের সাহায‌্যে গুহা থেকে আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২০, ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 চীনে ড্রোনের সাহায‌্যে গুহা থেকে আসামি গ্রেপ্তার

চীনে পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা এক পলাতক আসামিকে দেশটির পুলিশ ড্রোনের সাহায‌্যে খুঁজে বের করে গ্রেপ্তার করেছে।

৬৩ বছর বয়স্ক আসামি সং জিয়াং নারী ও শিশু পাচারের অপরাধে দণ্ডিত হন। ২০০২ সালে তিনি কারাগার থেকে পালিয়ে যান। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

কারাগার থেকে পালিয়ে তিনি ১৭ বছর পুলিশের ধরা-ছোয়ার বাইরে ছিলেন। তিনি দীর্ঘ বছর মানব সভ‌্যতা থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পাহাড়ের সরু গুহায় মধ‌্যে বাস করছিলেন। গত সেপ্টেম্বর মাসে ইয়াংসান পুলিশের কাছে তার লুকিয়ে থাকার বিষযে ক্লু আসে।

তখন পুলিশ জানতে পারে, চীনের দক্ষিণ-পশ্চিমের ইউনান প্রদেশের নিজ শহরের পেছনে পাহাড়ে সং জিয়াং অবস্থান করছেন। 

 

 

পরে নিয়মিত তদন্তে তাকে খুঁজে পেতে ব‌্যর্থ হয় পুলিশ। তখন কতৃপক্ষ পুলিশকে সহযোগিতার জন‌্য ড্রোন পাঠায়। ড্রোন পাহাড়ে ময়লা-অবর্জনার স্তূপের পাশে এক ফালি নীল রঙের ছাউনি আবিষ্কার করে। 

পুলিশ অভিযান চালিয়ে গুহা থেকে তাকে গ্রেপ্তার করে। ড্রোনের সাহায‌্য ছাড়া এই গুহা আবিষ্কার করা সম্ভব ছিল না।

জিয়াং পাশের নদী থেকে প্লাস্টিকের বোতলে পানি ভরে এনে পান করতেন এবং গুহার মধ‌্যে গাছের শুকনো ডাল দিয়ে আগুন জ্বালাতেন।

পরে তাকে কারাগারে ফেরতে পাঠানো হয়।

তখ‌্যসূত্র : বিবিসি অনলাইন।


ঢাকা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়