ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আল-কায়েদার বোমা তৈরিকারককে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আল-কায়েদার বোমা তৈরিকারককে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী আল-কায়েদার শীর্ষ বোমা তৈরিকারককে হত্যার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দুই বছর আগে ইব্রাহিম আল-আসিরিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানিয়েছেন, ইয়েমেনে সন্ত্রাসবাদবিরোধী মার্কিন অভিযানে নিহত হয় ইব্রাহিম।

গত বছর মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, ইব্রাহিম নিহত হয়েছে। তবে অন্যরা তখন দাবি করেছিল, এর পক্ষ স্পষ্ট প্রমাণ এখনো হাতে আসেনি।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল ইব্রাহিম। তাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোমা তৈরিকারক বলা হয়। কারণ সে এমন কিছু বোমা তৈরি করেছিল যেগুলো সনাক্ত করা নিরাপত্তা বাহিনীর জন্য মুশকিল ছিল। ২০০৯ সালে ক্রিসমাসে যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে বোমা হামলার চেষ্টা চালিয়েছিল আল-কায়েদা। তবে সৌভাগ্যক্রমে সেটি ব্যর্থ করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র।  এর পরের বছর আরো উন্নত প্রযুক্তি দিয়ে অন্তর্বাস বোমা তৈরি করে আল-কায়েদা৷ হামলাকারী বিনা বাধায় সহজেই বিমানবন্দরের নিরাপত্তা বলয় ভেদ করে বিমানে পৌঁছে যেতে পারতো। ধারণা করা হয় এটি তৈরির পেছনে ইব্রাহিমই ছিল।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ