ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিতর্কিত প্রত্যার্পণ বিল আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিতর্কিত প্রত্যার্পণ বিল আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার

বিতর্কিত প্রত্যার্পণ বিল আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে হংকংয়ের আইনসভা। বুধবার হংকংয়ের পার্লামেন্টে এ পদক্ষেপ নেওয়ায় গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির একটি পূরণ হল। এ কারণে গত কয়েক মাস ধরে হংকংয়ে চলা অস্থিরতার অবসান হবে না বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বিক্ষোভকারীরা জানিয়েছিল, তারা পাঁচ দাবির একটিও কম হলে তা মেনে নেবে না।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি ও দায়মুক্ত ঘোষণা, পুলিশি বর্বরতার নিরপেক্ষ তদন্ত এবং হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যামের পদত্যাগ।

ল্যাম অবশ্য গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি ও দায়মুক্ত ঘোষণার ব্যাপারে জানিয়েছিলেন, এগুলোর নিয়ন্ত্রণ তার হাতে নেই।

কনি নামে ২৭ বছরের এক বিক্ষোভকারী বলেন, ‘বিল ও প্রত্যাহারের মধ্যে খুব বড় কোনো ফারাক নেই।...অনেক দেরি হয়ে গেছে, এটা অনেক দেরি হয়ে গেছে।’

প্রসঙ্গত,  কোনো মামলায় অভিযুক্ত হংকংয়ের বাসিন্দাদের চীনের মূলভূখণ্ডে বহিঃসমর্পণের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছিল বিতর্কিত প্রত্যার্পণ বিলটিতে। প্রবল আন্দোলনের মুখে প্রধান নির্বাহী ক্যারি লাম বিলটি স্থগিত করার ঘোষণা দিলেও বিক্ষোভকারীরা তাতে শান্ত হয় নি।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়