ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

‘বিশ্বাস করি না’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিশ্বাস করি না’

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার এক ব্যক্তিকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সন্দেহে আটক করা হয়েছিল। তবে তিনি ওই সময় দাবি করেছিলেন, জীবনেও কখনো মদ ছুঁয়ে দেখেননি তিনি। পুলিশের সাফ জবাব ছিল-‘বিশ্বাস করি না।’

৪০ বছরের ওই ব্যক্তি পুলিশের অ্যালকোহল পরীক্ষায় অংশ নিতে অস্বীকার করেছিলেন। পরে পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরীক্ষায় দেখা যায়, তার রক্তে অ্যালকোহলের মাত্রা শূন্য দশমিক ২ শতাংশ,যা বৈধ মাত্রার চেয়ে আড়াই গুণ বেশি এবং ঘন্টায় ১০ পেগ মদ পানের সমতুল্য। চিকিৎসকদের কাছেও ওই ব্যক্তি শপথের পর শপথ করে বলেছেন, তিনি জীবনেও মদ পান করেন নি। চিকিৎসকদেরও সাফ জবাব-‘বিশ্বাস করি না।’

তবে শেষ পর্যন্ত তার কথা বিশ্বাস করেছেন নিউ ইয়র্কের রিচমন্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষকরা।

গবেষকরা জানিয়েছেন, ওই ব্যক্তির অন্ত্রে এক ধরণের ইষ্ট রয়েছে, যা তার পাকস্থলির খাবারের কার্বোহাইড্রেটকে অ্যালকোহলে রূপান্তর করে। অন্যভাবে বলতে গেলে তার দেহ বিয়ার তৈরি করে।

বিএমজে ওপেন গ্যাস্ট্রোএন্টারোলোজিতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির এই বিরল অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে অটো ব্রিউ সিস্টেম (এবিএস) বা অন্ত্র গাঁজন উপসর্গ বলা হয়।

গবেষক দলের প্রধান ফাহাদ মালিক বলেন, ‘এই ধরণের রোগীদের অ্যালকোহলে আসক্ত ব্যক্তিদের মতো : অ্যালকোহলের গন্ধ, নিঃশ্বাস,তন্দ্রাচ্ছন্নভাব, হেলেদুলে হাঁটার মতো লক্ষণ দেখা যায়।’

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়