ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে উত্তর কোরিয়ার উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ২৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে উত্তর কোরিয়ার উদ্বেগ

উত্তর কোরিয়া অভিযোগ করে বলেছে, পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অগ্রগতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।  বরং যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার মতো বাদানুবাদ অব্যাহত রয়েছে। রোববার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

কোরিয়া-প্রশান্ত মহাসাগরীয় শান্তি কমিটির চেয়ারম্যান কিম ইয়ং চোলের নামে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ‘ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের এক বছর পূর্তিকে যুক্তরাষ্ট্রের অবহেলা করাটা ভুল হবে।

তিনি বলেন, ওয়াশিংটনকে পিয়ংইয়ং নিরস্ত্রীকরণ আলোচনায় নতুন করে উপস্থাপনের জন্য আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র অনেক বেশি চাতুর্য্য ও অসৎ উপায়ে উত্তর কোরিয়ার ওপর চাপ প্রয়োগ করছে। এছাড়া উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্র অন্যান্য দেশগুলোর ওপর চাপপ্রয়োগ করছে।

বিবৃতিতে বলা হয়েছে, চোল আশা করেন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্ক স্থায়ী শত্রুতার দিকে না যেয়ে স্থায়ী বন্ধুত্বের দিকে যাবে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়