ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরানে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরানে ব্যাপক বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্য ৫০ শতাংশ বৃদ্ধি ও রেশনিংয়ের সিদ্ধান্তের প্রতিবাদে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। দেশটির সিরজান শহরে শুক্রবার রাতভর বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি নিহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ মাহমুদাবাদি বলেন, ‘সিরজানে এক ব্যক্তি নিহত হয়েছে...শহরে শান্তি ফিরিয়ে আনার চেষ্টাকারী নিরাপত্তা বাহিনীর হাতে সে নিহত হয়েছে কিনা আমরা তা তদন্ত করছি’।

তিনি বলেন, ‘শহরের পরিস্থিতি শান্ত আছে এবং গত রাত থেকে সব কিছু নিয়ন্ত্রণে আছে।’

শুক্রবার তেলের দাম প্রতি লিটার ১০ হাজার রিয়াল থেকে বাড়িয়ে ১৫ হাজার রিয়াল (১২ মার্কিন ডলার সাত সেন্ট) ঘোষণা করে ইরান সরকার। একই সঙ্গে প্রতিটি ব্যক্তিগত গাড়ির জন্য মাসিক রেশন হিসেবে ৬০ লিটার বরাদ্দ দেওয়া হয়। এর  অতিরিক্ত তেল কেনা হলে প্রতি লিটারের জন্য ৩০ হাজার রিয়াল করে গুনতে হবে ক্রেতাকে।

সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ শুক্রবার দক্ষিণ-পশ্চিমের শহর মাশহাদ, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কেরমান এবং তেলসমৃদ্ধ প্রবেশ খুজেস্তানে বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়