ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গরুর জন্য কোট কিনছে অযোধ্যা নগর কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গরুর জন্য কোট কিনছে অযোধ্যা নগর কর্তৃপক্ষ

ভারতের অযোধ্যায় শীত প্রায় আসি আসি করছে। এ  কারণে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এই নগরীর সরকারি গোশালায় থাকা গরুগুলোর জন্য পাটের তৈরি কোট কেনা হচ্ছে। অযোধ্য মিউনসিপ্যাল করপোরেশন এ সিদ্ধান্ত নিয়েছে।

অযোধ্যার নগর নিগম কমিশনার নিরজ শুকলা বলেন, ‘আমরা গরুর কোট পাওয়ার প্রক্রিয়ায় আছি। এই স্কিম চার ধাপে বাস্তবায়ন হবে। প্রথম ধাপে আমরা এক হাজার ২০০ গরু থাকা বৈশিংপুর থেকে শুরু করছি। প্রাথমিকভাবে আমরা ১০০ কোটের আদেশ দিয়েছি।’

তিনি জানান, নভেম্বরের শেষ নাগাদ প্রথম চালান এসে পৌঁছবে। প্রতিটি কোটের দাম হবে ২৫০ থেকে ৩০০ রুপি।

নিরজ শুকলা বলেন, ‘বাছুরের জন্য তিন স্তরের কোট তৈরির কথা বলা হয়েছে। পাটের একেবারের ভেতরের অংশ দিয়ে তৈরি নরম আঁশ দিয়ে বাছুরের কোট তৈরি করতে বলেছি যাতে তাদের দেহ আরাম পায়।’

তিনি জানান, গাভী ও ষাড়ের কোটগুলোর ডিজাইন ভিন্ন হবে। ষাড়ের কোটগুলো স্রেফ পাট দিয়ে তৈরি হবে। আর গাভীর কোটগুলো তৈরি হবে দুই স্তরের পাট দিয়ে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়