ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

ট্রাম্পের বুক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ২৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের বুক

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করেই হাসপাতালে যাওয়ায় মার্কিন গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল প্রেসিডেন্ট ট্রাম্প অসুস্থ হয়ে পড়েছেন। ক্ষুব্ধ ট্রাম্প এর একদিন পরেই বুধবার নিজের সুস্থতার জানান দিতে ঢেউ খেলানো শরীর আর চওড়া বুকের ছাতির ফটোশপ ছবি পোস্ট করেছেন টুইটারে।

রকি থ্রি সিনেমার পোস্টারে ব্যবহৃত হলিউড তারকা সিলভারস্টার স্টালোনের বক্সার হিসেবে রিংয়ে দাঁড়ানো একটি ছবি ফটোশপ করে তাতে নিজের ছবির মাথা বসিয়ে দিয়েছেন ট্রাম্প। কোনো মন্তব্য ছাড়াই টুইটারে ৭৩ বছরের ট্রাম্প এই ছবিটি পোস্ট করেছেন।

নিজের শারীরিক সক্ষমতা নিয়ে কথা বলার সুযোগ ট্রাম্প কখনোই হাতছাড়া করেন না। সেইসঙ্গে অন্যদের শরীর বা মুখ নিয়ে কটুক্তি করতেও তিনি লজ্জাবোধ করেন না।

মঙ্গলবার ফ্লোরিডায় এক নির্বাচনী প্রচার সমাবেশে ট্রাম্প তার সম্প্রতি হাসপাতালে ডাক্তার দেখানো নিয়ে দীর্ঘ বাগাড়ম্বর করেন। অধিকাংশ সংবাদমাধ্যম তার হার্ট অ্যাটাকের মিথ্যা সংবাদ প্রচার করেছিল বলে দাবি করেন ট্রাম্প।

হাসপাতালের চিকিৎসকরা তার চওড়া বুকের ছাতির প্রশংসা করেছে দাবি করে ট্রাম্প বলেন, ‘প্রথমে তারা (চিকিৎসকরা) যেটা বলেছিল সেটা হচ্ছে, ‘আপনার শার্টটি খুলুন স্যার এবং আপনার চমৎকার বুকটি আমাদের দেখান। আমরা কখনোই এরকম বুক দেখিনি।’



ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ