ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সুদানের প্রাক্তন প্রেসিডেন্ট বশিরকে সংশোধনাগারে পাঠালো আদালত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুদানের প্রাক্তন প্রেসিডেন্ট বশিরকে সংশোধনাগারে পাঠালো আদালত

দুর্নীতির দায়ে প্রাক্তন প্রেসিডেন্ট ওমর আল বশিরকে দুই বছর সংশোধনাগারে আটক রাখার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। গণবিক্ষোভে পদচ্যুতের পর এই প্রথম বশিরের বিরুদ্ধে রায় দিল আদালত।

গত এপ্রিলে গণবিক্ষোভের মুখে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন ৭৫ বছরের বশির। এর মাধ্যমে অবসান হয় দেশটিতে তার তিন দশকের শাসন।

রায়ে বিচারক জানিয়েছেন, বয়স বিবেচনায় বশিরকে কারাগারের পরিবর্তে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। এছাড়া ক্ষমতা থেকে উচ্ছেদের পর বশিরের বাসভবন থেকে যে কোটি কোটি ইউরো ও সুদানি মুদ্রা পাওয়া গেছে তাও জব্দের নির্দেশ দেয় আদালত।

দুর্নীতির মামলা ছাড়াও বশিরের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়াসহ বেশ কিছু অভিযোগে একাধিক মামলা রয়েছে।

রায়কে স্বাগত জানিয়েছে বিক্ষোভের আয়োজক সংগঠন দ্য সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশন। এই রায়কে তারা বশির ও তার শাসনের বিরুদ্ধে ‘রাজনৈতিক ও নৈতিক নিন্দা’ হিসেবে বিবেচনা করছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়