ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চীনা ভাইরাসে মৃতের সংখ্যা ৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনা ভাইরাসে মৃতের সংখ্যা ৬

চীনে রহস্যময় ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছয় জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। মঙ্গলবার চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

উহান শহরের মেয়র ঝৌ শিয়ানওয়াং চীনের সরকারি টেলিভিশনে জানিয়েছেন, শহরে ছয় জনের মৃত্যু হয়েছে।

উহান শহরে গত ডিসেম্বরে করোনা ভাইরাস ঘরাণার নতুন এই ভাইরাসে আক্রান্ত রোগী প্রথম শনাক্ত করা হয়। এই রোগীরা প্রথমে শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে আসেন এবং পরে অবস্থা জটিল হতে শুরু করে। উহানের পর সম্প্রতি বেইজিংসহ বেশ কয়েকটি শহরে এই ভাইরাসে আক্রান্তের খবর আসতে শুরু করেছে। সর্বশেষ মঙ্গলবার চংকিং নগর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে নতুন এই ভাইরাসে পাঁচ জন আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে।

মানুষের মাধ্যমে ছড়ানো এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইতোমধ্যে উহান থেকে আসা যাত্রীদের পরীক্ষায় বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

এর আগে ২০০২-০৩ সালে চীনে করোনা ঘরাণার সিভিয়ার অ্যাকুট রেসপাইরেটরি সিনড্রম বা সার্স ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। ওই সময় এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে আট শতাধিক লোকের মৃত্যু হয়েছিল।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়