ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সে কে?

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সে কে?

পরিবেশবাদী কর্মী সুইডিশ কিশোরী গ্রেট থানবার্গের জীবাশ্ম জ্বালানি বর্জনের আহ্বান প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মানচিন। তিনি উল্টো থানবার্গকে অর্থনীতি নিয়ে পড়াশোনার পরামর্শ দিয়েছেন।

সরকারি-বেসরকারি খাতে জীবাশ্ম জ্বালানি বন্ধ করলে তা মার্কিন অর্থনীতির জন্য হুমকি হবে বলে বুধবার দাভোসের অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের কাছে জানিয়েছেন মানচিন।

থানবার্গের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘সে কি প্রধান অর্থনীতিবদ? সে কে? আমি সংশয়গ্রস্ত।’

জীবাশ্ম জ্বালানি নিয়ে থানবার্গের মন্তব্য প্রসঙ্গে মানচিন বলেন, ‘সে কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনার পর আমাদের কাছে ফিরে আসতে পারে এবং তা যেন ব্যাখ্যা করে’।

জলবায়ু কর্মীদের সঙ্গে হোয়াইট হাউজের দূরত্ব সাগরসম তা মানচিনের বক্তব্যে আরো বেশি স্পষ্ট হলো। পরিবেশগত বিষয়গুলো সুস্পষ্ট জটিল বলেও উল্লেখ করেছেন তিনি।

মার্কিন অর্থমন্ত্রী বলেন, আমার টেসলার গাড়ি (বিদ্যুৎ চালিত গাড়ি) আছে। আমি ক্যালিফোর্নিয়াতে সেটা চালাই। আমি এটা পছন্দ করি। তবে বিদ্যুৎ কিভাবে উৎপাদিত হয় তার দিকে কেউ নজর দেয় না এবং এই ব্যাটারিগুলি রক্ষণাবেক্ষণ ও পরিবেশগত বিষয়ের দিকে কেউ দেখে না’।

পরিবেশগত সমস্যা যুক্তরাষ্ট্রে নেই তবে ভারত ও চীনে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়