ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৫ দিনে হাসপাতাল নির্মাণ করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৫ দিনে হাসপাতাল নির্মাণ করছে চীন

নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকায় ১৫ দিনের মধ্যে নতুন একটি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে চীন। উহান শহরেই এই হাসাপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম পিপলস ডেইলি।

উহানেই প্রাণঘাতী নতুন করোনা ভাইরাসটির প্রথম শনাক্ত হয়। এই ভাইরাসে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এছাড়া সারা দেশে আক্রান্তের সংখ্যা  ১২৮৭ জনে পৌঁছেছে। ১২ টি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। সংক্রমণের বিস্তৃতি ঠেকাতে গত কয়েকদিন ধরে উহানসহ ১৪টি শহর অবরুদ্ধ করে রেখেছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন হাসপাতালটিতে শুধু নতুন করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা করা হবে। এক হাজার ৩০০ শয্যার হাসপাতালটির নির্মাণ কাজ ৩ ফেব্রুয়ারি শেষ হবে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়