ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশালদেহীর কান্না

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশালদেহীর কান্না

যেমন তার ওজন তেমন তার আয়তন। বিশালদেহীর একজন মানুষ-এই চোখমুখ কুঁচকে কাঁদছেন তো এই হাসছেন। কেঁদেকেটে শান্ত হয়ে ১৮৮ কেজির এই মানুষটি বলেছেন,‘আমি হয়তো অনেক বেশি কেঁদেছি। তবে এখন ভারমুক্ত বোধ করছি’।

রোববার জাপানের ঐতিহ্যবাহী সুমো চ্যম্পিয়নশিপের শেষ দৃশ্য ছিল এটি। এ বছরের বিজয়ী তোকুশোরয়ু ছিলেন র‌্যাংকিংয়ে একেবারে নিচের দিকের প্রতিযোগী। প্রথম দিকে অনেকে তাকে পাত্তাও দেয় নি। তবে শেষ সময়ে তাদের সেই ধারণাকে বদলে দিয়েছেন এই সুমো যোদ্ধা।

১৫ দিনের প্রতিযোগিতায় তোকুশোরয়ু ১৪টি জিতেছেন আর একটিতে হেরেছেন। রোববার চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ের পরপর কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

কিছুটা শান্ত হওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি হয়তো অনেক বেশি কেঁদেছি। তবে এই মুহূর্তে আমি সব ধরনের চাপ থেকে মুক্ত অনুভব করছি। আমার কাছে মনে হয়েছিল-জেতাটা কি আমার জন্য ঠিক হয়েছে? আমি ছিলাম সবচেয়ে নিচের সারির যোদ্ধা। তাই আমার ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। আমার যা কিছু ছিল সব ঢেলে দিয়েছি’।




ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়