ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাখাইনের প্রাথমিক বিদ্যালয়ে গোলা হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫০, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাখাইনের প্রাথমিক বিদ্যালয়ে গোলা হামলা

মিয়ানমারের রাখাইনের একটি প্রাথমিক বিদ্যালয়ে গোলা হামলায় অন্তত ১৯ শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

২০১৮ সালের ডিসেম্বরে রাখাইনে নতুন করে সরকারের সঙ্গে বৌদ্ধ বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন আরাকান আর্মির সংঘর্ষ শুরু হয়েছে। এর ফলে ওই এলাকার কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর আগে ২০১৭ সালে এই এলাকায় রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে অভিযানে নেমেছিল সেনাবাহিনী। সেনাদের নির্যাতন-নিপীড়ন ও হত্যাযজ্ঞের মুখে সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে  বাধ্য হয়।

পার্লামেন্টের সদস্য তুন অং থেইন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বুথিডং শহরপল্লীর খামউই চাউং গ্রামের স্কুলটিতে গোলা আঘাত হানে। এর জন্য কে দায়ী তা জানা যায়নি।

তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৯ শিক্ষার্থী আহত হয়েছে এবং এক জনের অবস্থা  গুরুতর।’

সামরিক বাহিনীর এক মুখপাত্র আহতের সংখ্যা ২০ বলে জানিয়েছেন। হামলার জন্য তিনি বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছেন।

এ ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়