ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনায় মৃতের সংখ্যা ২২৩৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় মৃতের সংখ্যা ২২৩৬

চীনে করোনাভাইরাসে আরো ১১৮ জন মারা গেছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন শুক্রবার এ তথ্য জানিয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই হাজার ২৩৬ জনে দাঁড়ালো।

এদিকে, নতুন করে আরো ৮৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর আগের দিন নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৯। গত তিন দিন আক্রান্তের সংখ্যা কমার দিকে গেলেও বৃহস্পতিবার তার বিপরীত চিত্র দেখা গেছে।  বৃহস্পতিবার পর্যন্ত চীনে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা ছিল ৭৫ হাজার ৪৬৫।

নতুন আক্রান্তদের মধ্যে ৪১১ জন হুবেই প্রদেশের। এই প্রদেশ থেকেই করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু। অধিকাংশ মৃত্যুর ঘটনাও এখানে ঘটেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেডরস আধানম গিব্রিসাস এর আগে জেনেভায় সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘করোনাভাইরাসে আক্রান্তের হার কমা উৎসাহব্যঞ্জক। তবে এটি অব্যাহত থাকবে কিনা এতো তাড়াতাড়ি তা বলা মুশকিল।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়