ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইরানের মেয়র করোনাভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানের মেয়র করোনাভাইরাসে আক্রান্ত

মুরতজা রহমান জাদেহ নামে এক ইরানি কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

ওই ব্যক্তি রাজধানী তেহরানের ১৩ নম্বর জেলার মেয়র।

শুক্রবার তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানী তেহরান থেকে ১২০ কিলোমিটার দূরে কোম শহর থেকে শুরু হওয়া এই মহামারীতে এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন। নতুন ২৮ জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মিনোও মোহরেজ বলেন, কোম থেকেই ভাইরাসটির বিস্তার ঘটছে। আর লোকজনের ভ্রমণের সাথে তা বেশ কয়েকটি শহরে ছড়িয়েছে। যার মধ্যে তেহরান, বাবোল, আরাক, ইসফাহান ও রাশত রয়েছে।

এ দিকে কোমে সব ধরনের ধর্মীয় সমাবেশ বাতিলের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়