ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনাভাইরাস : দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস : দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি

দক্ষিণ কোরিয়ায় রোববার নতুন করে ১৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  গত কয়েক দিনে ভাইরাস আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার দক্ষিণের শহর দায়েগুর গির্জায় যোগ দেওয়া এক প্রার্থণাকারীর মাধ্যমে ভাইরাসটি ছড়ানো শুরু হয়।

কোরিয়া সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, ১৬৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৯৫ জন দায়েগু শহরের শিনচিওনজি চার্চ অব জেসাসের সঙ্গে সংশ্লিষ্ট। ওই গির্জায় যাওয়ায় ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত মোট ৩২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর পুরো দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত মোট ছয় আক্রান্ত মারা গেছেন।

প্রেসিডেন্ট মুন জায়ে ইন জানিয়েছেন, তার দেশ এখন ‘গুরুতর পর্যায়ে’ এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় আগামী কয়েক দিন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের মত নিয়ে সতর্কতার মাত্রা সর্বোচ্চ গুরুতর পর্যায় পর্যন্ত বাড়াচ্ছে সরকার এবং আমরা আমাদের সাড়া দেওয়ার মাত্রা শক্তিশালী করেছি।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়