ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাহাথির মোহাম্মদের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাহাথির মোহাম্মদের পদত্যাগ

আকষ্মিক পদত্যাগ করেছেন মালয়েশিয়ার বর্ষিয়ান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

সে দেশে নতুন জোট সরকার গঠনের আলোচনার মধ্যেই তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে রয়টার্স।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, সোমবার রাজার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন ৯৪ বছরের মাহাথির। স্থানীয় সময় বেলা ১টার দিকে তিনি এ পদত্যাগ পত্র পাঠান।

এর ফলে নতুন জোট সরকার গঠনের বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো।

অন্যান্য দলের সমর্থনে নতুন সরকার গঠিত হলে তাতে মাহাথির থাকবেন কি না তা পরিষ্কার নয়।

কেননা তার দল বারসাতুও জোট সরকার থেকে পদত্যাগ করেছে বলে ফেসবুকে জানিয়েছেন দলের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন।

 

ঢাকা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়