ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইরানের মন্ত্রী-এমপি করোনাভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানের মন্ত্রী-এমপি করোনাভাইরাসে আক্রান্ত

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি এবং সংসদ সদস্য মাহমুদ সাদেগির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

মঙ্গলবার কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানে করোনায় আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে এখন পর্যন্ত ১৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

চীনের পর যে কয়টি দেশে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে তাদের মধ্যে ইরান অন্যতম।

মঙ্গলবার রাজধানী তেহরানের একজন সংসদ সদস্য সাদেগি করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি করোনায় আক্রান্ত হয়েছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর বলেছেন, মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

সরকারি ডব্লিউএএম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে দেশটির সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। কোনো যাত্রী কিংবা মালামাল পরিবহন আপাতত স্থগিত করা হয়েছে।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়