ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মসজিদে আগুন, মিনারে উঠল হনুমানের পতাকা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০১, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মসজিদে আগুন, মিনারে উঠল হনুমানের পতাকা

ট্রাম্পের ভারত সফরের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধী ও সিএএ পন্থীদের মধ্যে সংঘর্ষ মারাত্মক রূপ নিয়েছে। এ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে  দাঁড়িয়েছে।

মঙ্গলবার দাঙ্গাবাজেরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে দিল্লির অশোক নগরের একটি মসজিদে আগুন লাগিয়ে দেয়। মসজিদের মিনার থেকে মাইক ফেলে দিয়ে সেখানে লাগানো হয় হনুমানের ছবিসম্বলিত পতাকা।

সরেজমিনে গিয়ে ভারতের গণমাধ্যমকর্মীরা দেখেছেন, দমকলকর্মীরা আগুন নেভাচ্ছেন। কিন্তু সেখানে কোনো পুলিশের উপস্থিতি নেই।

স্থানীয়রা বলেন, লুটপাটকারীরা স্থানীয় নন। এই অঞ্চলটি হিন্দু অধ্যুষিত কিন্তু বেশ কয়েকটি মুসলিম পরিবার বসবাস করে। পুলিশ একবার এসে মুসলিম সম্প্রদায়ের লোকদের এলাকা থেকে সরিয়ে নিয়ে গেছে।

সূত্র : দ্য ওয়ার,দ্যা এক্সপ্রেস ট্রিবিউন,ওপিইন্ডিয়া


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়