ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনাভাইরাস: এবার ক‌্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৯, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস: এবার ক‌্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ক‌্যালিফোর্নিয়া অঙ্গরাজ‌্যে এক ব‌্যক্তির মৃত‌্যু হয়েছে।  ফলে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে রাজ‌্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।  এর আগে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে ১০ জনের মৃত‌্যু হয়। নতুন একজনের মৃত‌্যুর মাধ‌্যমে সে সংখ‌্যা ১১ জনে দাঁড়ালো।

সবশেষ মারা যাওয়া ব‌্যক্তির বয়স ৭১ বছর। তিনি রাজ‌্যের স্ক‌‌্যারামেন্তো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। একইসঙ্গে ওই ব‌্যক্তির সম্প্রতি যাত্রীবাহী জাহাজ প্রিন্সেস ডায়মন্ডে করে মেক্সিকো ভ্রমণের তথ‌্য রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাস পরীক্ষা করার উদ‌্যোগ নিয়েছে হোয়াইট হাউজ।  যদিও এরইমধ‌্যে ১৬টি অঙ্গরাজ‌্যে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। তাতে আক্রান্ত হয়েছেন দেড়শতাধিক।  আর  মারা যাওয়া ১১ জনের মধ‌্যে ১০ জনই ওয়াশিংটনের বাসিন্দা।

এর আগে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে এবং তা প্রতিরোধে পদক্ষেপের অংশ হিসেবে জরুরি অবস্থা ঘোষণা করে ফ্লোরিডা।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসে শেষ খবর পর্যন্ত তিন হাজার দুইশ ৮৫ জনের মৃত‌্যু হয়েছে। দেশটিতে সবশেষ ৩১ জনের মৃত‌্যু হয়েছে।  বিশ্বের ৮০টির বেশি দেশে ছড়িয়ে পড়া ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজারের বেশি মানুষ।


ঢাকা/জনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়