ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা ঠেকাতে সাবান-পানিই ভালো, স্যানিটাইজার নয়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা ঠেকাতে সাবান-পানিই ভালো, স্যানিটাইজার নয়

করোনাভাইরাস ঠেকাতে হাত জীবাণুমুক্ত করতে এখন অনেকেই সাবান ও পানির পরিবর্তে স্যানিটাইজার ব্যবহার করেন।

স্যানিটাইজার নাকি সাবান-পানি ভালো এ নিয়ে বিতর্ক তুঙ্গে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি হাত জীবাণুমুক্ত করতে স্যানিটাইজার নাকি সাবান-পানি কার্যকরী তা জানতে এ পরীক্ষা চালান মার্কিন পত্রিকা বিজনেস ইনসাইডার। স্যানিটাইজারের চেয়ে সাবান ও পানি কার্যকরী বলে প্রমাণ পায় পত্রিকাটি।

বুধবার (৪ মার্চ) মার্কিন অভিনেত্রী ও গায়িকা ক্রিস্টেন বেল তার মায়ের হাত ধোয়ার ছয় ধরনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

ক্রিস্টেনের মা হাত ধুতে সাবান ও পানির পরিবর্তে ইউভি লাইট এবং গ্লোম-জীবাণু নামে ক্রিম ব্যবহার করেছিলেন। দেখা গেছে, হাত ধোয়া শেষে ময়লা ছিল। কিন্তু সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার পর ময়লা আর ছিল না।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাত জীবাণুমুক্ত করতে পানি বা সাবান না পেলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে। তবে এটি সাবান ও পানির বিকল্প হতে পারে না।


ঢাকা/জেনিস 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়