ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনা রুখতে স্পেনে জরুরি অবস্থা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা রুখতে স্পেনে জরুরি অবস্থা

করোনাভাইরাস মোকাবিলায় স্পেনে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।  ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১,০৬৩ জন।

বিবিসিরে প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনে আশঙ্কাজনক হারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।  এ অবস্থায় তিন ধাপের প্রথমটি অর্থাৎ ‘জরুরি রাষ্ট্রীয় সতর্কতা’ (স্টেট অব এলার্ট) জারি করেছে দেশটির সরকার।  এ এলার্ট জারি থাকবে ১৫ দিন।

আগামী সপ্তাহে স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে।  দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে এমনই আশঙ্কার কথা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।  এ পরিস্থিতিতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। 

স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মাদ্রিদে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।  শনিবার থেকে সব রেস্টুরেন্ট, বার এবং দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। 


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়