ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনাভাইরাস: পুরো দ্বীপ কোয়ারেন্টাইন করলো ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২২, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস: পুরো দ্বীপ কোয়ারেন্টাইন করলো ফিলিপাইন

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় তা মোকাবিলায় পুরো একটি দ্বীপই কোয়ারেন্টাইন করেছে ফিলিপাইন।  প্রায় ছয় কোটি বাসিন্দার লুজন দ্বীপটি আগামী ১২ এপ্রিল পর্যন্ত ‘অবরুদ্ধ’ থাকবে।

জাতির উদ্দেশে সোমবার (১৬ মার্চ) দেওয়া এক টেলিভিশন ভাষণে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুদার্তে বলেন, খাবার-ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ ক্রয় ছাড়া লুজন দ্বীপের বাসিন্দাদের চলাচল ‘নিয়ন্ত্রণ’ করা হয়েছে।  যার ফলে আগামী ১২ এপ্রিল পর্যন্ত তারা কোয়ারেন্টাইনে থাকবেন। 

ভাষণে প্রেসিডেন্ট শ্রম ও সমাজকল্যাণ বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নের জন্যও নির্দেশ দেন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন। একইসঙ্গে তিনি ব্যবসায়ীদের তাদের কর্মীদের বেতন বাধ্যতামূলকভাবে দেওয়ার আহ্বান জানান।

ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সবশেষ তথ্যে জানা যায়, দেশটিতে কোভিড-১৯ রোগে একশ ৪২ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১২ জন।

বিশ্বের একশ ৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা সাত হাজার একশ ৬৪ জনে দাঁড়িয়েছে।  আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫৫০ জন।


ঢাকা/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়