ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

করোনায় ভারতে তৃতীয় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ভারতে তৃতীয় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে।  এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে কোভিড-১৯ রোগে তৃতীয় ব্যক্তির মৃত্যু হলো।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মহারাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  তিনি মুম্বাইয়ের কাসতুরবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) মারা গেছেন।  তবে তার পরিচয় জানানো হয়নি।

গত মঙ্গলবার (১০ মার্চ) কর্নাটকে ৭৬ বছর বয়সী এক নারীর মৃত্যুর মধ্য দিয়ে ভারতে কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।  এর একদিন পরই দিল্লিতে আরেক ব্যক্তির মৃত্যু হয়।

ভারতে সবশেষ পাওয়া তথ্যানুযায়ী একশ ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  সুস্থ হয়েছেন ১৩ জন।

বিশ্বের একশ ৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা সাত হাজার একশ ৬৪ জনে দাঁড়িয়েছে।  আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫৫০ জন।

 

ঢাকা/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়