ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফ্রান্সে বাড়ি থেকে বের হলেই জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রান্সে বাড়ি থেকে বের হলেই জরিমানা

করোনাভাইরাস সংক্রমণে কঠোর পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হলে নাগরিকদের জরিমানা করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ।

ম্যাঁক্রো জানিয়েছেন, এর আগে স্কুল, ক্যাফে ও রেঁস্তোরা বন্ধের যে ঘোষণা দেওয়া হয়েছিল সংক্রমণ প্রতিরোধে তা যথেষ্ঠ পদক্ষেপ নয় বলে প্রমাণিত হয়েছে।

টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ‘চিকিৎসকরা পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করার পরেও আমরা দেখছি লোকজন পার্কে  ও ব্যস্ত বাজারে জড়ো হচ্ছে এবং রেঁস্তোরা ও বারগুলো বন্ধের নির্দেশ মানছে না।’

ম্যাঁক্রো বলেন, ‘আমরা যুদ্ধের মধ্যে আছি...আমরা আরেকটি সেনাবাহিনী বা আমাদের জাতির বিরুদ্ধে লড়াই করছি না। কিন্তু শত্রুরা এখানে, অদৃশ্য, অস্পৃর্শ ও অগ্রগামী।’

ফরাসি প্রেসিডেন্ট জানান, সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে। এছাড়া অবরুদ্ধ পরিস্থিতি কার্যকর করতে সারা দেশে নিরাপত্তা বাহিনীর এক লাখের বেশি কর্মকর্তা মোতায়েন করা হবে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়